পটিয়া উপজেলার পূর্ব কোলাগাঁও চাপড়া গ্রামে একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই গ্রামের কাঁচারী পুকুর পাড়ে অবস্থিত ফোরকান চৌধুরীর খামার থেকে ট্রাক ভর্তি করে ৪টি গরু নিয়ে গেছে ডাকাত দল।
গরুর মালিক ফোরকান চৌধুরী জানান, তার বসতবাড়ির পাশে নির্মিত গরুর খামারে একটি ডাকাত দল হানা দেয়। এ সময় কাঁচারী পুকুর পাড়ের দোকানের পাহারাদার বাহাদুরকে ডাকাতেরা একটি আম গাছের সাথে হাত পা বেঁধে ফেলে রাখে। এরপর খামারে ঢুকে ৭টি গরুর মধ্যে প্রায় ৭ লাখ টাকার মূল্যের ৪টি গরু ডাকাত দল পিকআপে তুলে নিয়ে যায়। তিনি জানান, ঘটনাস্থল কিছু দূরে কালারপোল পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টহল টিম ছিল। গভীর রাতে গ্রামের সড়কে গরুবাহী পিকআপ চলাচল সন্দেহজনক বিষয় হলেও পুলিশ গাড়িটি ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করেননি। এ বিষয়ে কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই বলেন, আমরা হিন্দুপাড়ার রাস্তার মাথায় ছিলাম, তবে এটি কিসের গাড়ি যাচ্ছে বুঝতে পারিনি। পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, খামার মালিকের একটি লিখিত আবেদন পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজাহারের ভিত্তিতে মামলা হবে। এ বিষয়ে আমরা কাজ করছি।