ভুটানকে হারিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে ভারতের কাছে হেরেছিল। তবে তৃতীয় ম্যাচে আবারো স্বরূপে বাংলার কিশোরীরা। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল রোববার নেপালকে ৩–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় আগামী বুধবার নেপালের মুখোমুখি হবে।
ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ৩৫ মিনিটে অনেকটা ফাঁকা পোস্ট পেয়েও প্রীতি বাইরে শট নিয়ে হতাশ করেন দলকে। এর ছয় মিনিট পর খোলে ম্যাচের ডেডলক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা কর্নারের কাছাকাছি থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। এরপর জটলার মধ্যে কয়েক পা ঘুরে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুইয়ের কাছে। দৃষ্টিনন্দন শটে নেপাল গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এগিয়ে যায় বাংলাদেশ। ৪৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ফাঁকা পোস্টে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি। ব্যবধান দাড়ায় ২–০। সে অবস্থায় বিরতিতে যায় বাংলাদেশ দল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে খুব একটা মরিয়া ছিল না বাংলাদেশ। কিছুটা রয়েসয়ে খেলতে থাকে।
দুই গোলের পুঁজিই যেন ধরে রাখতে চেয়েছিল। দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ তেমনটি যখন ভাবছিল সবাই ঠিক তখনই ব্যবধান ৩–০ করেন রিয়া। যদিও খেলার একেবারে শেষ কয় মিনিট চলাকালে অর্থাৎ দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রীতির আরেকটি শট পোস্ট কাঁপিয়ে ফিরে। কিন্তু শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে ম্যাচের তৃতীয় গোলটি করেন বদলি নামা রিয়া। আর তাতেই ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার কিশোরীরা।