বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবকের নাম রকি আলম (২৬)। গতকাল রোববার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে মিয়ানমার সীমান্ত এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বিস্ফোরণে গুরুতর আহত রকি আলমকে স্থানীয়রা উদ্ধার করে সীমান্ত পেরিয়ে উখিয়ার কুতুপালং এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমি একটি সিএনজিতে
করে এক আহত রোহিঙ্গা যুবককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি। মাইন বিস্ফোরণে সে গুরুতর আহত হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম জানান, রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন। পরে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।