২৮ আগস্ট চাকসুর তফসিল ঘোষণা, আশ্বাস প্রশাসনের

ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

চবি প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেছে চবি শাখা ছাত্রশিবির। অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর ১টার দিকে শিবিরের একটি প্রতিনিধিদল চাকসু নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, আগামী ২৮ আগস্ট চাকসুর তফসিল ঘোষণা করা হবে।

গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা শতভাগ আবাসন, সেশনজট নিরসনসহ সাত দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. পারভেজ বলেন, উপউপাচার্য স্যার আমাদের আশ্বাস দিয়েছেন ২৮ আগস্ট তফসিল ঘোষণা হবে। এজন্য আপাতত কর্মসূচি স্থগিত করেছি। তবে নির্ধারিত সময়ে তফসিল না দিলে আবারও কঠোর কর্মসূচি দেব। এদিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, চাকসু ভবনের দোতলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে। প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এ সপ্তাহেই পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে। তিনি বলেন, একটি মিটিংয়ের মাধ্যমে এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন। নির্বাচনি আচরণবিধির খসড়া তৈরি হয়েছে। এ সপ্তাহের শেষেই তফসিল ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ
পরবর্তী নিবন্ধসারা দেশে ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াক্‌ফ সম্পত্তি বেদখলে