বিজিএমইএ চট্টগ্রামের লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রামের লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিজিএমইএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আতিক।

সভায় বিজিএমইএর পরিচালক ও লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর শ্রমিকদের অধিকার, কাজের পরিবেশ, বেতনভাতা, নিরাপত্তা এবং অন্যান্য শ্রমিকসম্পর্কিত বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান করাসহ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং তৈরি পোশাক শিল্পে চাকুরিকালীন মৃত/পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের ওয়ারিশদের মাঝে ক্ষতিপূরণ প্রদান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।

বিজিএমইএর সাবেক পরিচালক ও লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আতিক বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, আইনানুগ সুযোগসুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিজিএমইএ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক শ্রম আইন ও জাতীয় শ্রম আইন মেনে চলতে কারখানাগুলোকে নিয়মিত মনিটরিং এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, যেকোনো শ্রমিক অসন্তোষে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে বিজিএমইএ সর্বদা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। আমরা বিশ্বাস করি, শ্রমিক ও মালিকপক্ষের পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতেই তৈরি পোশাক শিল্প আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেবে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক পরিচালক এমদাদুল হক চৌধুরী, বিজিএমইএর লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), আশসাদুর রহমান, ওয়াদুদ মোহাং চৌধুরী, মো. আবদুল বারেকসহ বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের স্মরণসভা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে চিংড়িঘের থেকে যুবককে অপহরণ করে হত্যা