মুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের স্মরণসভা

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী মিলনায়তনে গতকাল শনিবার মুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের আয়োজন মহানবীর (সা.) দৌহিত্র সাইয়্যেদেনা ইমাম হাসান এ মুজতবা (🙂 এর শাহাদাত স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে মেহমানে খুছুছি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর ফজল মাইজভান্ডারি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন (ফারুক), ছোবহানীয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট আহলে বাইত আলোচক ও গবেষক শাহজাহান আলী। আলোচকগন এক বাক্যে বর্তমান বিশ্বে মুসলিম ঐক্যের জন্য ঈমাম হাসান (🙂 এর দিক নির্দেশনার অনুসরণ অত্যাবশ্যক বলে মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করে মোহাম্মদ আলমগীর কবির ও উপস্থাপনায় ছিলেন ছোবহানিয়া আলীয়া কামিল (এম. ) মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ মুনির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংস্কৃতিক ফ্যাসিবাদ রাজনৈতিক ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর
পরবর্তী নিবন্ধবিজিএমইএ চট্টগ্রামের লেবার ইস্যু বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা