বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারমান প্রফেসর মিঞা মোহাম্মদ নূরুল হক বলেছেন, শিক্ষার্থীদের জীবন গঠনে মাদ্রাসা শিক্ষকদের আরো বেশি যত্নবান হতে হবে। শিক্ষকদের পাঠদানে যত্নবান হওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির প্রতি নজর রাখা জরুরি, যা শিক্ষার মানোন্নয়নে সহায়ক। পাশাপাশি শিক্ষকদের উচিত নিজেদের নৈতিক চরিত্র গঠন করা ও শিক্ষার্থীদের উত্তম আখলাক অর্জনে উৎসাহিত করা, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও ঐতিহ্যবাহী উভয় শিক্ষায় পারদর্শী করে তুলতে হবে। এক্ষেত্রে েশিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। জাতীয় পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার প্রাপ্ত বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসায় আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা ও করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহর সভাপতিত্বে সভায় নগরীর বিভিন্ন স্তরের মাদ্রাসা প্রধানগণসহ স্বাগতিক মাদ্রাসার শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ, অধ্যক্ষ মাওলানা রফিকুদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, সুপার মাওলানা ইসমাইল হক্কানি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।