রাঙামাটিতে গান-কবিতায় উদীচীর নজরুল স্মরণানুষ্ঠান

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

স্বাধীনতার শিখা জ্বলে উঠুক প্রতিটি হৃদয়ে’ এই স্লোগানে রাঙামাটিতে নজরুল স্মরণানুষ্ঠান উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দেয়া হয়।

রাঙামাটির বৃহত্তর টিএন্ডটি শাখা উদীচীর সভাপতি আশীষ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া। উদ্বোধন করেন জেলা উদীচীর সহসভাপতি এম জিসান বখতেয়ার। বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক সাগর পাল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, সুজন রাঙামাটির পৌর কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, উদীচী বনরূপা শাখার উদীচীর সভাপতি খোরশেদ আলম, টিএন্ডটি শাখার সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, তবলছড়ি শাখার সভাপতি এ্যানি তঞ্চঙ্গ্যা, নজরুল স্মরণানুষ্ঠানের আহ্বায়ক মিন্টু বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে আসছে। একটি বৈষম্যহীন, সাম্যবাদী রাষ্ট্র গঠনের লক্ষ্যে উদীচী গানকবিতার মধ্য দিয়ে সামাজিক জাগরণ গড়ে তোলার ভূমিকা রাখছে। সকল গণতান্ত্রিক আন্দোলনে উদীচী ভূমিকা রেখেছে। এদিকে, নজরুল স্মরণ অনুষ্ঠানে উদীচী টিএন্ডটি শাখা সংসদের সদস্যরা দলীয় ও একক নৃত্য, গান, কবিতা পরিবেশন করে। শেষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধপ্রযুক্তি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পোশাক শিল্পে নেতৃত্ব দেবে সিবিইউএফটি’র শিক্ষার্থীরা