বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরের লাভলেইন এলাকার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে এই মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, তাঁতীদল চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না। তারা নিজেরাই উৎপাদন করে জনগণের চাহিদা মেটাতে ভূমিকা পালন করে। এ সময় আরও বক্তব্য দেন প্রধান বক্তা তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। তিনি দলকে সুসংগঠিত করতে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মাওলা খান বাবলু। তিনি নগর তাঁতীদলের স্বত:স্পূর্ত অংশগ্রহণ দেশে প্রসংশা করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ ছিদ্দিক। চট্টগ্রাম মহানগর তাঁতীদলের আহব্বায়ক মো. সেলিম হাফেজের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদের পরিচালনায় চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর হোসেন রমজান, যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব খান, মোঃ আব্দুল মালেক, মোঃ জাহেদ আনসারী, মোঃ আবুল কাশেম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আনোয়ার জাহাঙ্গীর, মোঃ নেছার আহমেদ, মোঃ শাহ আলম, মোঃ সালাহ উদ্দিন জনি, মোঃ রাকিবুল হাসান টিটু, মোঃ জসিম, মোঃ কবির খান, মোঃ ফারুক, মোঃ সাঈদুল, সদস্য মোঃ নুর হোসেনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের আহব্বায়ক, সদস্য সচিবসহ অনেক নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।