সিআইইউতে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড চট্টগ্রাম আঞ্চলিক পর্ব

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ’চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাটি প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই)-এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম প্রমুখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আসিফ ইকবাল, অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত, অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম, অধ্যাপক আতিকুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক সামিয়া মুনতাহা, প্রভাষক আয়মান ইক্তিদার এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না প্রমুখ। রোবোটিঙের ৪ টি বিভাগ রোবো মিশন, ফিউচার ইনোভেটরস, ফিউচার ইঞ্জিনিয়ার্স এবং রোবো স্পোর্টসে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকেই জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা তরুণ উদ্ভাবকদের জন্য ছিল বড় ধরনের অনুপ্রেরণা।

উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পদক ও সনদপত্র প্রদান করেন। তিনি বলেন, এই প্রতিযোগিতা শুধু একটি আয়োজন নয়, বরং আমাদের তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের পথে আগ্রহী করে তোলার এক অনন্য উদ্যোগ।

পূর্ববর্তী নিবন্ধতাঁতীদলের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধদ্বীনকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে