জামায়াতে ইসলামী রামপুর ওয়ার্ড যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নং রামপুর ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে আন্তঃ ওয়ার্ড মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে ২৫ নং রামপুর ওয়ার্ডের ৮টি সাংগঠনিক ওয়ার্ডের যুব ইউনিট অংশগ্রহণ করে। ২৫নং রামপুর ওয়ার্ডের আমীর ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুব বিভাগের দায়িত্বশীল বাহার উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী, চট্টগ্রাম১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি যুবকদের আগামীর বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারী আবুল কালাম আজাদ, থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের যুব বিভাগীয় দায়িত্বশীল বেলাল হোসেন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের যুব বিভাগীয় দায়িত্বশীল এটিএম শফিকুল মাওলা শোভন, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের যুব বিভাগীয় দায়িত্বশীল সরওয়ার আবু জাহিদ, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ, ঈদগা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু নোমান, ধোপাপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, নয়া বাজার সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাসান, সবুজবাগ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এটিএম মাসুদ, জি ব্লক সাংগঠনিক ওয়ার্ডের শাহারাজ হোসেন প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেটিং দাবায় মাহফুজুর রহমান ইমন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধঋতুপর্ণাদের পুরস্কারের অর্থ দ্রুতই দেওয়ার প্রতিশ্রুতি বাফুফের