৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হয়েছে। চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের যৌথ আয়োজনে এই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে এ্যারিনা বাই কিউ স্পোর্টস একাডেমি এবং রানার্স আপ হয়েছে আর এন্ড বি বিলিয়ার্ডস। এতে দুই সেমি ফাইনালিস্ট হিসেবে খেলেছে কিউ এন্ড ইউ বিলিয়ার্ডস ও কুমিল্লা সিটি ক্লাব। এছাড়া হায়েস্ট ব্রেকার্স হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় নিজাম উদ্দিন রসি। গত ২২ আগস্ট সন্ধ্যায় চিটাগাং ক্লাব অডিটরিয়মে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। প্রধান অতিথি ছিলেন টাইটেল স্পন্সর ইস্টার্ন মোটসরস লিঃ এর এমডি রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রি. জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাবউদ্দিন (হুমায়ুন)। টুর্নামেন্ট ডিরেক্টর সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে শাহ মোহাম্মদ আকরাম, জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাছান জামান, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইলাম, মোহাম্মদ মহিউদ্দিন, আক্তার উদ্দিন মাহমুদ,নাকিব খান, মাহবুবুল কবির খান (শান্তুনু), ইশমাম চৌধুরী, মোহাম্মদ ইরফান এবং আসিফ চৌধুরী সহ সহস্রাধিক ক্লাব সদস্য সপরিবারে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও অনূর্ধ্ব-২৩ দলের হার
পরবর্তী নিবন্ধখেলাধুলার উপযোগী করতে সংস্কার করা হচ্ছে আগ্রাবাদ জাম্বুরী মাঠ