সীতাকুণ্ড পৌরসভা এলাকার মোহন্তের হাটে রীতিমতো সড়কেই পাইকারিতে সবজি ক্রয়–বিক্রয় করা হচ্ছে। এতে করে যানজটে আটকে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী হাজারো পথচারী। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার দুইদিন মোহন্তের হাটে পাইকারি সবজির হাট বসে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির সবজি গাড়িতে করে এই হাটে আনেন। তবে কৃষকরা সবজিগুলো বিক্রি করছেন একেবারে সড়কের ওপর। ফলে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
জানা গেছে, পৌরসদর এলাকায় অবস্থিত মোহন্তের হাট সকলের কাছে একটি পরিচিত নাম। এখানে শুক্রবার ও মঙ্গলবার সাপ্তাহিক দুইদিন মোহন্তের হাট বসে। এ সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির সবজি গাড়ি করে গ্রাম্য সড়ক দিয়ে টুকরি করে পাইকারিতে বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে আসেন। অপর দিকে ঢাকা–চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পাইকারগণ সাপ্তাহিক হাটবারে শুক্রবার ও মঙ্গলবারে সবজি কেনার জন্য ছুটে আসেন। কিন্তু সাপ্তাহিক হাটে কৃষকরা তাদের সবজিগুলো বিক্রি করছেন একেবারে সড়কের ওপর। এতে করে যানজটে আটকা পড়েন মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষ। অন্যদিকে একইভাবে প্রতি মঙ্গলবারেও আটকা পড়ছে স্কুল মাদ্রাসা ও কলেজের শতশত শিক্ষার্থীরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী জানান, সড়কের ওপর সবজির হাট বসার কারণে শুক্রবার ও মঙ্গলবার মোহন্তের হাটে সড়কের উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে তারা সঠিক সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
এদিকে হাটে সবজি নিয়ে আসা কৃষক জমির আলী, মো. আজম ও মনির হোসেন বলেন, আমরা মাত্র ২ থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সবজি বিক্রির করার জন্য হাটে অবস্থান করে থাকি। এ সময়ের মধ্যে একটু যানজট তো হবেই। কিছু করার নেই। তারা জানান, সড়কের কাছাকাছি জায়গায় বসতে পারলে পাইকারদের নজরে পড়ে একটু বেশি। তাই কৃষকদের চেষ্টা থাকে সড়কের কাছে গিয়ে বসতে।
এ বিষয়ে সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, শুধু সাপ্তাহিক মোহন্তের হাট নয়, পুরো বাজারে যানজট নিয়ন্ত্রণে সম্প্রতি প্রশাসন, বাজার কমিটি ও জনপ্রতিধিদের নিয়ে পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমানসহ অনেকই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবহন মালিক সমিতির লোকজন ও বাজারের ব্যবসায়ীদের সকলকে অবহিত করা হয়েছে যে, কোনোভাবেই যেন বাজারে যানজট সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, বাজারে যানজট এড়াতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারী কোনো যানবাহন হাট–বাজারে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে বাজারে যানজট সমস্যা সমাধান করা সম্ভব হবে।