ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ফ্লাইট ছিনতাইকারী হিসেবে ফেসুবকে পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করা শেখ জয়েন উদ্দিন তন্ময়কে প্যানেল থেকে বাদ দিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে তন্ময়কে সরিয়ে দেওয়ার কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মিফতাহুল হোসাইন আল মারুফ। ডাকসু নির্বাচনে তন্ময় কার্যনির্বাহী সদস্য হিসেবে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। খবর বিডিনিউজের।
বীরশ্রেষ্ঠ মতিউর নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার পর তা ফেইবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এ নিয়ে মন্তব্য করতে শুরু করেন। পরে ফেইবুকে
শিবিরের প্যানেল থেকে তার ছবি সরিয়ে নিয়ে নতুন পোস্ট দেওয়া হয়। শিবির নেতা মারুফ বলেন, আমাদের ৭১ এর প্রশ্নে আমরা আপোসহীন। তার পোস্ট নিয়ে যখন আলোচনা শুরু হয়, তারপরই তাকে বাদ দেওয়া হয়েছে। তাই আমাদের ডাকসু নির্বাচনের প্রচারণার পোস্টে তার ছবি রাখা হয়নি।
তার জায়গায় কাকে প্রার্থী করা হবে– এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখনো কাউকে বাছাই করিনি। ২৫ আগস্ট জানিয়ে দেব তার জায়গায় কে হবেন নতুন প্রার্থী।
তন্ময় মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জঙ্গি বিমান ছিনিয়ে নিয়ে আসার ঘটনায় সেই বিমানে থাকা পাকিস্তানের শিক্ষানবিশ একজনকে মহান হিসেবে তুলে ধরে পোস্ট দেন ফেসবুকে। মতিউরের বদলে তাকে শহীদ হিসেবে আখ্যা দেন।