কক্সবাজার থেকে ট্রাকে করে আসা ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করে প্রশাসন। পরে গতকাল শনিবার জব্দ পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত পোনার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম। তিনি জানান, কক্সবাজার থেকে ট্রাকভর্তি চিংড়ি পোনা চট্টগ্রামে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৭ ড্রামে থাকা ৪ লাখ ৭০ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়। পরে শনিবার বিকেলে জব্দ চিংড়ির পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। জব্দ করা চিংড়ি পোনার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মৎস্য কর্মকর্তা জানান, চিংড়ি পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।