ভারতের কাছে হেরে গেল মেয়েরা

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১২:৩০ অপরাহ্ণ

মেয়েদের ফুটবলে বাংলাদেশের জয়জয়কারের দিন চলছে। কিন্তু এর মাঝে হঠাৎ যেন হোঁচট খেলো অনূর্ধ্ব১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এসে। ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করলেও গতকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানকে হারিয়ে ভালো সূচনার পরে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি লালসবুজের কিশোরীরা। অন্যদিকে, প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়া ভারত দ্বিতীয় ম্যাচেও দাপটের সঙ্গে জয় নিশ্চিত করেছে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে ভারত। চতুর্থ মিনিটেই আনুশকা কুমারীর শট অফসাইডের কারণে গোলবঞ্চিত হয় দলটি। এক মিনিট পর দূরপাল্লার শট অনায়াসেই রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। ১০ মিনিটে ইয়ারজানের একটি ভুলে বিপদে পড়ে বাংলাদেশ। বল হাতে নিয়ে বক্সের লাইনের বাইরে পা রাখায় ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। এ সময় বাংলাদেশ দলের ডাগআউটে থাকা কোচকেও হলুদ কার্ড দেখানো হয়। ভারতের ঝুলনের ফ্রিকিক ক্রসবার ছুঁয়ে বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ। ১৪ মিনিটে অবশেষে এগিয়ে যায় ভারত। সতীর্থের ক্রস থেকে বল পেয়ে পোস্ট লক্ষ্য করে নেওয়া পার্ল ফার্নান্দেজের শট ইয়ারজানের হাত ছুঁয়ে জালে জড়ায়। ১৯ মিনিটে গোলরক্ষককে অতিক্রম করে আনুশকা কুমারীর চিপ শটও লক্ষ্যে থাকেনি। ২৬ মিনিটে বাংলাদেশের হয়ে ফাতিমা আক্তারের ফ্রিকিক ভারতের গোলরক্ষক মুন্নি ধরে ফেলেন। ৩৬তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে হতাশা প্রকাশ করতে দেখা যায়। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১০ ব্যবধানেই বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে গোল বাড়াতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। বাংলাদেশও সমতায় ফেরার চেষ্টায় আক্রমণ চালায়, তবে ভারতের রক্ষণভাগে গিয়ে থেমে যায় সব প্রচেষ্টা। ৭৩ মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেজের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ারজান। তবে তিন মিনিট পর ব্যবধান বাড়ায় ভারত। আলিশা লিংদোর কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত ভলিতে গোল করেন বনিফিলিয়া শুল্লাই। শেষ সময়ে দুই দলই কিছু সুযোগ পেলেও গোল হয়নি আর। নির্ধারিত সময় শেষে ২০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেল দলটি। রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল রোববার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা
পরবর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে ‘হকারদের গান’