এবার অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে হারল নাহিদা-সোবহানারা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১২:২৫ অপরাহ্ণ

আইসিসি নারী বিশ্বকাপের আগে তিন দলের প্রস্তুতিমূলক সিরিজে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দলকে হারানোর পর বিসিবির অনূর্ধ্ব১৫ বালকরা এবার হারিয়েছে নাহিদা আক্তারের সবুজ দলকে ৪১ রানে । বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে বিসিবি অনূর্ধ্ব১৫ বালক দল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। তবে বৃষ্টি আইনে বাংলাদেশ নারী সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। লক্ষ্য তাড়ায় রুবাইয়া হায়দার ঝিলিকের ৫১ ও সোবহানা মোস্তারির ৩৫ রানের ইনিংসের পরও সবুজ দল ৭ উইকেটে ১৩৫ রান তুলতে সক্ষম হয়। আগে ব্যাট করতে নেমে বিসিবি অনূর্ধ্ব১৫ দল ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। তাদের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন খেয়াল রায় ওম। এ ছাড়া ইরফান ৬৮ বলে ৪৮, বায়োজিদ ২৩ বলে অপরাজিত ২১ রান করেছেন। বাংলাদেশ নারী সবুজ দলের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুইটি উইকেট পেয়েছেন সুলতানা।

লক্ষ্য তাড়ায় নেমে নারী সবুজ দল শুরুতেই উইকেট হারায়। দলীয় ১৩ রানে মাহিন হোসেন আলিফের খাটো লেংথের ডেলিভারিতে বোল্ড হয়েছেন শারমিন আক্তার সুপ্তা (১৫ বলে ১)। আরেক ওপেনার দিলারা আক্তারকেও ফেরান আলিফ। তাকে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে ফিরেছেন ২৩ বলে ৬ রান করে। এরপর ঝিলিক ও সোবহানা মিলে গড়েন ৭৬ রানের জুটি। ম্যাচ জিততে যখন ৩৬ বলে ৭২ রান প্রয়োজন তখন গড়বড়ে টাইমিংয়ে ক্যাচ আউট সোবহানা (৫৬ বলে ৩৫)। দ্রুত রান তোলার চাপে ফিরেছেন স্বর্ণা আক্তারও (১০)। ৫৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা ঝিলিকও অল্প সময়ের ব্যবধানে ফেরেন। হারের দিকে আগাতে থাকা সবুজ দলের অধিনায়ক নাহিদা আক্তার ও ইরা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশ নারী সবুজ দল। বিসিবি অনূর্ধ্ব১৫ ছেলেদের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মাহিন, আদিব ও আব্দুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধইমরানুরের চোখ এখন এসএ গেমসের সোনায়
পরবর্তী নিবন্ধদ্রুততম মানবীর ফলাফল ঘোষণায় নাটকীয়তা