২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে ইতালির জাতীয় ফুটবল দল। তবে এর আগেই ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) যুদ্ধবিধ্বস্ত গাজা পরিস্থিতির কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে। আগামী দুই মাসে নির্ধারিত ম্যাচগুলো সামনে রেখে এআইএসি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলকে থামতেই হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে।’ এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, যা ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও ফিফা–তে পাঠানো হবে। চিঠিতে বলা হয়েছে, ‘এআইএসি বোর্ড সর্বসম্মতিক্রমে মনে করে, প্রতিদিনের হত্যাযজ্ঞ্তযা ম্যানেজার, কোচ ও অ্যাথলেটসহ শত শত প্রাণ কেড়ে নিয়েছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িক বহিষ্কারের অনুরোধ জানানো বৈধ, প্রয়োজনীয় এবং আসলে একটি কর্তব্য।’ চিঠিতে আরও যোগ করা হয়, ‘অতীতের বেদনা যেন কারও বিবেক ও মানবতাকে অন্ধ না করে।’ ইতালি আগামী ৮ সেপ্টেম্বর নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির ডেব্রেসেন–এ ইসরায়েলের মুখোমুখি হবে। এরপর ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ইতালির উদিনে শহরে। এআইএসি সহ–সভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেছেন, ‘আমরা চাইলে শুধু খেলা নিয়েই ভাবতে পারতাম, অন্যদিকে তাকাতে পারতাম। কিন্তু আমরা বিশ্বাস করি, তা সঠিক হবে না।’ এআইএসি’র সহ–সভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি বলেন, ‘পৃথিবী জ্বলছে। ফিলিস্তিনিদের মতো অনেক মানুষ ভুগছে। উদাসীন থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়।’ সমপ্রতি জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, বুন্দেসলিগা ২–এর ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ ইসরায়েলি আন্তর্জাতিক স্ট্রাইকার শন ওয়েইসম্যান–কে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা বাতিল করেছে।