কালারমারছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

কালারমারছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। আহিয়ান স্পোর্টস অ্যারিনা টার্ফে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জিতে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬নং ওয়ার্ড রানার্স আপ হয়। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ৬ নং ওয়ার্ডের খেলোয়াড় আরিফুল ইসলাম মানিক। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইসচ্যান্সেলর প্রফেসর এস এম নছরুল কদির। অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ও টুর্নামেন্টের কাপদাতা ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন আইনজীবী নাজমুল হাসান ছিদ্দিকী, ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর, বাংলাদেশ সেনাবাহিনীর অডিট অফিসার শামসুল ইসলাম শাহী, ইয়াছিন ফরহাদ ইনসান, সমাজসেবক কামরুল ইসলাম, মুস্তাকিম মাহমুদ, জিয়াউর রহমান, পিয়ারুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন এস এম এরফানুল হক তারেক এবং সহকারী ছিলেন আরিফ।

পূর্ববর্তী নিবন্ধসিএসসিআরের হিস্টোপ্যাথলজি ও ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ল্যাবের উদ্বোধন
পরবর্তী নিবন্ধউইমেন’স বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যু বদল