চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে গেছে। গত বছর যেমন ডেঙ্গুর সমস্যা। এ বছর ডেঙ্গু আছে, তবে চিকুনগুনিয়ার তুলনায় কম। চিকুনগুনিয়ায় রোগীদের জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে। মনে হয়, তারা রিউমেটিড আথ্রাইটিসে আক্রান্ত। এই জায়গা থেকে এখন চিকুনগুনিয়া কেন বাড়ছে, সেটি নিয়ে কাজ করার আছে। তাহলে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি।
গতকাল সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে বেসরকারি ল্যাব সিএসসিআরের নব–সংযোজিত হিস্টোপ্যাথলজী ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম ও ডা. তারেক শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ডায়াগনস্টিক এক্সিলেন্স ইন চিটাগাং’–শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের হিষ্টোপ্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফরিদা আরজুমান। প্রবন্ধে তিনি চট্টগ্রামে বর্তমানে চলমান পরীক্ষার পরিধি সম্পর্কে ধারণা দিয়ে বলেন সিএসসিআরে নব–সংযোজিত ল্যাবটেষ্টগুলো চট্টগ্রামের ডায়াগনস্টিক সুবিধার উল্লেখ্যযোগ্য উত্তরণ ঘটাবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। উদ্যোক্তাদের পক্ষ হতে সভায় জানানো হয়, নতুন প্রতিষ্ঠিত এই ইউনিটটি পাঁচজন স্বনামধন্য হিষ্টোপ্যাথলজিস্টের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং একটি বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর প্রতিটি রিপোর্ট প্রদান করা হচ্ছে। এছাড়া ক্যান্সারের স্টেজিংসহ অন্যান্য জটিলতা নির্ধারণে ইমিউনোহিস্টোকেমিষ্ট্রি বিশেষভাবে সহায়ক হবে। উদ্যোক্তারা আরো জানান, অচিরেই জাতীয় পর্যায়ে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতায় জয়েন্ট কোলাবোরেশনের কার্যক্রম শুরু করা হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ কাশেম ও অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ প্রমুখ।