বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু জ্বর বর্তমানে সবখানে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে চট্টগ্রামে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। বর্ষা মৌসুমে এ রোগের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে। তিনি বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সরকারকে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জনগণের সচেতনতা বাড়াতে হবে।
বৃহস্পতিবার দেওয়ানবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে এক জরুরি কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু এডিস মশার কামড়ে ছড়ায়। তাই ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, মাহমুদুল আলম, আমির হোছাইন এবং হামেদ হাসান ইলাহী।
বৈঠক শেষে নেতৃবৃন্দ আল্লাহর দরবারে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মহামারি থেকে রক্ষা পেতে দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।