বিভিন্ন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ২০২৫ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে ও অফিস স্টাফ বেলাল মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কোস্ট গার্ড কর্মকর্তা আবুল কালাম, মৎস্যচাষী অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ প্রমুখ। পরে আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষি নাজিম উদ্দীন ভূঁইয়া, মো: মোস্তফা, ইকবাল হাসান, আরিফ চার জনকে ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলা সদর পুকুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে পোনা অবমুক্তকরণ করা হয়।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা ক্যাম্পাসের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওবাইদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্থানীয় মৎস্যচাষি আবু বক্কর, নাজমুল আমিন তারেক প্রমুখ। অনুষ্ঠান শেষে মাছ চাষে বিশেষ সফলতা অর্জনকারী তিনজন মৎস্যচাষি ও একটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। তারা হলেনমো. আনোয়ার হোসেন, মুহাম্মদ ওসমান, খলিলুর রহমান এবং সংগঠন ‘নূরের আলো একতা সংঘ’।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সম্মেলন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ কর্মপরিষদ বৈঠক