বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সংকট উত্তোরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তাই বর্তমান পটভূমিতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার। যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সংকট তৈরি করেছিল, তারা অশান্তিতে আছে। তারা এখন নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর রয়েছে। তাই উখিয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উখিয়া উপজেলা বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জনপ্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সারোয়ার জাহান চৌধুরী সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ–সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমেদ, সহ–দফতর সম্পাদক এডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।