মহিউদ্দিন শাহ আলম নিপুকে নতুন করে চেনাবার প্রয়োজন নেই। তিনি চট্টগ্রামের সহিত্য, সংস্কৃতি ও প্রকাশন অঙ্গনের এক অবধারিত নাম। বেশভূশা, চলাফেরা, চলনে–বলনে, তিনি সাধারণ থাকতে পছন্দ করলেও তাঁর সেই সাধারণ জীবনকে তিনি অসাধারণত্বের ছোঁয়া দিতে পেরেছেন সহিত্য সেবায়, সমাজকর্মে, সাংগঠনিক দক্ষতায়। তিনি ছিলেন সারাক্ষণ সৃষ্টির উন্মাদনায় মত্ত একজন কর্মপাগল মানুষ। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও মানবসেবায় নিবেদিত প্রাণ এ ব্যক্তিত্ব পরিণত বয়সেও কখনো ক্লান্তিবোধ করেন নি। তিনি প্রমাণ করেছেন, মানুষের জীবনে কাজের তাৎপর্যই বেশি।
চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের হল কলেজিয়েটে গত ২১ আগস্ট কালধারা পরিষদ আয়োজিত মহিউদ্দিন শাহ আলম নিপু স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। কালধারা পরিষদের সভাপতিমণ্ডলীর সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ড. মোহীত উল আলম এতে সভাপতিত্ব করেন। অ্যাডভোকেট নাজমুল হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় সূচনা বক্তব্য দেন, কালধারার সাধারণ সম্পাদক, লেখক আলী মনসুর। শোক প্রস্তাব পাঠ করেন কালধারার সভাপতিমণ্ডলীর সদস্য, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি আকাশ মাহমুদ।
আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় বক্তব্য দেন, চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, কালধারা পরিষদ সভাপতিমণ্ডলীর সদস্য কবি নিতাই সেন, চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠতা মহাপরিচালক, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, ইংরেজি সংবাদপত্র দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, সংগঠক–কালধারার সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম গোলাম ফেরদৌস, চাকসুর প্রাক্তন ভিপি এস এম ফজলুল হক, গবেষক ও কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদ সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু ও সাধারণ সম্পাদক কবি আলী প্রয়াস, কালধারার প্রকাশনা সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চট্টগ্রাম সুফী শিল্পী গোষ্ঠী হতে সঙ্গীত শিল্পী ইকবাল হায়দার, প্রতীকি ছড়া পরিষদ সভাপতি যশস্বী ছড়াকার মিজানুর রহমান শামীম, থিয়েটার ’৭৩ হতে অধ্যাপক মাহবুবুর রহমান, মীরসরাই এসোসিয়েশন সভাপতি মাহফুজুল হক মনি, চট্টগ্রাম প্রেস মালিক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন, চট্টগ্রাম কলেজ ’৬৮ ব্যাচের পক্ষে নিপুর বন্ধু ব্যাংকার মহব্বত খান, পরিবারের পক্ষে বড় সন্তান ইঞ্জিনিয়ার নাফিস সাদেকীন, কবি মর্জিনা আকতার, ছড়াকার আইউব সৈয়দ, ছড়াকার সৈয়দ খালেদুল আনোয়ার, কবি আরিফ চৌধুরী, কবি রেহমান মুস্তাফিজ, সংবাদ পাঠক শাহেদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।