হাটহাজারীতে বেশি দামে মাংস বিক্রি, দুই দোকানিকে অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দোকানে মূল্য তালিকা না রাখা ও অধিক মূল্যে গরুর মাংস বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই দোকানিকে অর্থদন্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ওইদিন বিকালের দিকে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের যানজট নিরসন কল্পে বাজারটি পরিদর্শন করতে যান উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলতে সচেতন করে বিভিন্ন নির্দেশনা দেন। পরে ওই বাজারের গরুর মাংসের দোকানে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয় না করার অপরাধে দুটি মামলায় মো.আনোয়ার এবং শাহ আলম নামের দুই মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর আওতায় মোট চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাথে থেকে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট্রেট জাতীয় আলোকচিত্র ক্যাম্প
পরবর্তী নিবন্ধনগরীতে ওরশে আলা হযরত ও সুন্নি সম্মেলন