পটিয়া বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সচেতনতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বাইপাসের গোল চত্বরে ফলদ, বনজ ও ওষুধি ৪০টি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া পরিবেশক ও ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য ও পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাজী হেলাল উদ্দিন সোহেল, সমিতির নেতৃবৃন্দদের মধ্যে মোহাম্মদ ইউসুফ, আবদুর ছাত্তার, নেজাম উদ্দীন, আব্দুল করিম আলমদার, তৌহিদুল আলম জুয়েল, তৌহিদুল ইসলাম, আলী আক্কাস মানিক, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহমান, সাইফুল ইসলাম, আবুল কালাম, দিদারুল আলম ফারুকী, শওকত ওসমান টিপু, মোহাম্মদ ইউনুচ, রফিক উল্লাহ, আবু তাহের, কামাল উদ্দিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, ওমর ফারুক কাইছার প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে, কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। আর গাছ ক্ষতিকারক কার্বনডাইঅক্সাইড চুষে নিয়ে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। তাই বাড়ির আশপাশে ও পরিত্যক্ত জায়গায় বেশী করে গাছ লাগাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধদেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে