সাতকানিয়া উপজেলার ছদাহা হরি মন্দিরে নন্দ উৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহোৎসব কমিটির অ্যাড. রুপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন হরি মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার বৈদ্য ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা দিলীপ বৈদ্য। প্রধান বক্তা ছিলেন প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন সংগঠক রতন দত্ত, সমাজসেবক মনোজ দত্ত, ধর্মানুরাগী অর্চনা ঘোষ, শিক্ষক দীপ্তি দাশ, সমাজকর্মী রিখা দাশ প্রমুখ। অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নন্দ উৎসব হলো জন্মাষ্টমী পরবর্তী ভাগবতীয় অনুষ্ঠান। ধর্মানুষ্ঠান পালনে মানুষ আলোকিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।