পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত তরুণ মিলনমেলা। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় উঠে আসে এলাকার সামাজিক সচেতনতা, ঐক্য এবং বহিরাগত আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। জারুলবনিয়া এবতেদায়ী মাদ্রাসার মাঠে দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন আস সেহেরী।
এতে বক্তব্য রাখেন স্থানীয় মো. হেলাল উদ্দিন, মো: আসিফ, আবদুল হালিম, মো. রাকিব ও মো. ফরুক, ছাত্রনেতা মো: সাজ্জাদ হোছাইন প্রমুখ। বক্তারা বলেন, “জারুলবনিয়া একটি শিক্ষিত, সচেতন ও ঐতিহ্যবাহী জনপদ। এখানকার অনেক তরুণ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কেউ কেউ সরকারি–বেসরকারি গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। আল্লাহর রহমতে আমাদের এলাকায় সম্ভাবনার অভাব নেই।” বক্তারা আরও বলেন, “জারুলবনিয়া ছড়া থেকে গরিব খেটে খাওয়া মানুষরা দিনের পর দিন কষ্ট করে–দুজন মিলে প্লেট দিয়ে একটা গাড়ি বালি তোলে। অথচ কিছু প্রভাবশালী এসব শ্রমজীবী মানুষের ঘামে ভেজা আয় থেকে কমিশনের নামে ভাগ বসাতে চায়। গরিবের পেটে লাথি মেরে নয়, বরং তাদের পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠান শেষে তরুণদের মধ্যে সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এবং সমাজে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।