গুমের ঘটনায় স্বজনদের কান্না থামাতে পারেনি সরকার : ফখরুল

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

গুম কমিশনকে জনসমক্ষে এনে গণশুনানি করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার গুমের শিকার ব্যক্তির আত্মীয়দের, মায়েদের, ভাইদের কান্না বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।

গতকাল শুক্রবার আন্তর্জাতিক গুম দিবসে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর মানববন্ধন ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুমের ঘটনাগুলোতে বিচার দাবি করে তিনি বলেন, আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে, এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, তুলির (সানজিদা ইসলাম তুলি) মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং যতক্ষণ পর্যন্ত না বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকব। খবর বিডিনিউজের।

ফখরুল বলেন, প্রথম দিন থেকে গুম হওয়া পরিবারের সঙ্গে আছি। প্রতিটি নির্যাতিতনিপীড়িত মানুষের সঙ্গে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাসিত হয়েছিলেন, এখনও আছেন। আমরা যারা নেতৃত্ব করেছি তার মধ্যে একজনও বাকি নেই যে, যার বিরুদ্ধে একশ, দেড়শ, দুইশ, তিনশ, চারশ পর্যন্ত মামলা নেই এবং সেই মামলাতে গ্রেপ্তার হইনি। তাই এ কথা ভাবাটা ভুল হবে, যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে।

তিনি বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম। আজ তারা বড় হয়েছে।

ফখরুল ইসলাম বলেন, আমাদের কাছে গুম বা ডিজঅ্যাপিয়ারেন্স বিষয়টা বই বা খবরের কাগজের একটা তথ্য ছিল। এই প্রথম ভয়াবহ দানব হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম এদেশে নিয়ে এসেছে।

শেখ হাসিনার বিচার দাবি করে তিনি বলেন, আজকে এটা প্রমাণিত যে, হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী, হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

মায়ের ডাক’ এর প্রধান সানজিদা ইসলাম তুলি ও গুমের শিকার ব্যক্তির স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছর পর চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বেড়েছে সোনালি মাথার দৈত্য বাদুড়