পাঁচ বছর পর চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন আজ

উৎসবের আমেজ

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকেলে। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের সম্মেলনকে সফল করে তুলতে গত ১৫দিন ধরে দলের পক্ষ থেকে চকরিয়া সরকারি কলেজ মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, কক্সবাজার১ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ। সম্মেলন উপলক্ষে দলটির কেন্দ্রীয় এই নেতা গতকাল শুক্রবার বিকেলে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়ায় পৌঁছেছেন।

দলীয় সূত্র জানায়, এবারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হবে ঐতিহাসিক। সম্মেলনে প্রায় অর্ধ লাখের মতো দলীয় নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। এজন্য চকরিয়া পৌরসভা ছাড়াও উপজেলার সাংগঠনিক ১১টি ইউনিয়নের প্রতিটি পাড়ামহল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে জনসভার মাঠ পরিষ্কার, প্যান্ডেল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের মাঠে অন্তত অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী বলেন, এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে ইতোমধ্যে এলাকায় চলে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা কঙবাজারের অহংকার সালাহউদ্দিন আহমেদ ভাই। সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেবেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিনী ও সাবেক এমপি হাসিনা আহমেদ, কঙবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়াও সম্মেলনে জেলাউপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন পরবর্তী কমিটিতে আনছারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া সভাপতি এবং অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে উপজেলা বিএনপির কমিটি পরিবর্তন হলেও সর্বশেষ গত ৫ আগস্ট এনামুল হককে আহ্বায়ক ও এম মোবারক আলীকে নতুন সদস্য সচিব ঘোষণা দিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেন কঙবাজার জেলা বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধক্ষতি পোষাতে লাগানো হলো ক্ষতিকর আকাশমনি
পরবর্তী নিবন্ধগুমের ঘটনায় স্বজনদের কান্না থামাতে পারেনি সরকার : ফখরুল