পুলিশ কর্মকর্তা শচীন মৌলিক কারাগারে

মানবতাবিরোধী অপরাধ

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে কারাগারে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনের সময় শচীন মৌলিক রমনা ট্রাফিক বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। অভ্যুত্থানের পরে তাকে খাগড়াছড়ির মহালছড়ি৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নএপিবিএনে সংযুক্ত করা হয়। খবর বিডিনিউজের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো.সেফাতুল্লাহ এই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এ তথ্য জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি থেকে পুলিশের গোয়েন্দা শাখাডিবি সদস্যরা শচীন মৌলিককে আটক করেন।

তাকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেট, কারওয়ানবাজার ও আশেপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ছাত্রজনতার ওপর শচীন মৌলিক মরণাস্ত্র ব্যবহার করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতার বাড়িতে চুরি, ২০ দিন পর ভাড়াটিয়া গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা