খাস্তগীর স্কুলের খেলার মাঠের জন্য আবার নামজারির আবেদন, তোলপাড়

পূর্বেও চারবার আবেদন খারিজ হয়েছিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ নিয়ে মামলা চলাকালীন দ্বিতীয় পক্ষের নামজারির আবেদনে সর্বত্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি স্কুলের জায়গা ক্রয়বিক্রয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ চট্টগ্রামের সচেতন মহল।

ভূমি অফিসসহ একাধিক সূত্রে জানা গেছে, ১৪৭ বছরের পুরোনো ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ কাঠা জমির খেলার মাঠটি ২০০৬ সালে একটি পক্ষ মাত্র ৩ কোটি ৯৬ লাখ টাকায় ক্রয় করে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষককর্মচারীদের অভিযোগ এই খেলার মাঠটি স্কুলের জায়গা। মাঠটি স্কুলের বাউন্ডারির ভেতরে। এ মাঠে স্কুলের শিক্ষার্থীরা সারা বছর খেলাধুলা করে। মাঠ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে মামলা চলছে। মামলা চলাকালীন সমপ্রতি অপর পক্ষ (যারা মাঠটি ক্রয় করেছেন) স্কুলের মাঠটি তাদের নামে নামজারির জন্য ভূমি অফিসে আবেদন করলে বিষয়টি সকলের নজরে আসে। এরপর বিষয়টি নিয়ে চট্টগ্রামের সর্বমহলে তুমুল বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বাকলিয়া ভূমি অফিস সূত্রে জানা গেছে, স্কুলের মাঠটি নিজের পক্ষে নামজারির জন্য ওই পক্ষটি এর আগেও চারবার আবেদন করেছিল; ভূমি অফিস চারবারই খারিজ করে দিয়েছে।

এই ব্যাপারে বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা আজাদীকে বলেন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের ব্যাপারে মামলা চলছে। মামলা চলাকালীন নামজারি হবে না। তারা এরআগেও চারবার নামজারির জন্য আবেদন করেছিল। চারবারই খারিজ করা হয়েছিল। এবারও খারিজ করে দিব।

এই ব্যাপারে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার আজাদীকে বলেন, মাঠটি স্কুলের জায়গা, আমাদের স্কুলের বাউন্ডারির ভেতরে। স্কুলের এই মাঠটিতে আমাদের শিক্ষার্থীরা সারা বছর খেলাধুলা করে; বার্ষিক ক্রীড়া এখানে অনুষ্ঠিত হয়। এটা নিয়ে আমাদের মামলা আছে। মামলা এখনো চলছে। মাঠটি বর্তমানে স্কুলের ভোগদখলে রয়েছে। কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারি করা যায় না। তারপরও তারা নামজারির জন্য দিয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে হেল্প পাচ্ছি। বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয় জানেনউনারা দেখছেন।

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের প্রাচীনতম এবং অন্যতম প্রথম বালিকা বিদ্যালয়। প্রতি বছর পাবলিক পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে থাকা এই বিদ্যালয়টি ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারসহ দেশ বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচার দশকেও হয়নি চবি সিনেট নির্বাচন
পরবর্তী নিবন্ধযাত্রামোহন সেনগুপ্তের বাড়িটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের যোগ্য