ফটিকছড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে কিশোরের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মো: মাহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

২১ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টার দিকে কাঞ্চনগর ইউপির ৫নং ওয়ার্ডে সাগর আলী তালুকদার বাড়ি (সৌয্য’ভর বাড়ি) এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। নিহত মাহিন একই এলাকার মোঃ মনার ছেলে বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ- গভীর রাতে চোরচক্রের একটি দল ওই এলাকায় চুরির চেষ্টা চালায়। এসময় তাদের ধাওয়া দিয়ে এলাকাবাসী ধরে ফেললে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও ২ জন। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতের পিতা মো: মনা বলেন- আমার ছেলে মাহিন কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো। তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সে টাকা নিয়েছে বলে অভিযোগ তুলার পর আমি বলেছি যদি টাকা নেয় আমি সব পরিশোধ করবো কিন্তু তারা আমার ছেলেকে বাঁচতে দিলোনা আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহম্মেদ বলেন- খবর পেয়ে আমরা কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। চোর হিসেবে প্রপাগাণ্ডা ছড়িয়ে ছেলেটিকে মেরা ফেলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানিয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সেবাপ্রার্থী থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল