চট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের বাছাই আজ থেকে

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫২৬ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে প্রাথমিকভাবে অনূর্ধ্ব১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের বাছাই করা হবে। যেখানে অনূর্ধ্ব১৪ ক্রিকেটারদের বাছাই আজ ২২ আগষ্ট সকাল ৮টা থেকে, অনূর্ধ্ব১৬ ক্রিকেটারদের বাছাই কাল ২৩ আগষ্ট সকাল ৮টা থেকে এবং অনূর্ধ্ব১৮ ক্রিকেটারদের বাছাই পরশু ২৪ আগষ্ট সকাল ৮টা থেকে। উক্ত বাছাই কার্যক্রমে অংশগ্রহনে ইচ্ছুক অনূর্ধ্ব১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেট খেলোয়াড়দের উল্লেখিত দিন ও সময়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রিকেট কোচ শেখ মাহাবুব উল করিম মিঠু (মোবাইল ০১৮১৯৬২৭৬৭৬) এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে উল্লেখ্য অনূর্ধ্ব১৪, অনূর্ধ্ব১৬ এবং অনূর্ধ্ব১৮ বয়সভিত্তিক দলের অংশগ্রহণকারী খেলোয়াড়ের বয়স হতে হবে অনূর্ধ্ব১৪ ক্রিকেটারদের বেলায় ১ সেপ্টেম্বর ২০১১ইং বা তার পরবর্তীতে জন্ম। অনূর্ধ্ব১৬ ক্রিকেটারদের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০০৯ বা তার পরবর্তীতে জন্ম। আর অনূর্ধ্ব১৮ ক্রিকেটারদের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়। প্রাথমিকভাবে মনোনীত বা বাছাইকৃত খেলোয়াড়কে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম পূরণ করে বয়স নির্ধারণী মেডিকেল টেষ্টের দিন যথাসময়ে উপস্থিত থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে মেডিকেল ফরমের সাথে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন, পি.এস.সি/জে.এস.সি রেজিস্ট্রেশন/সার্টিফিকেট এবং প্রযোজ্য ক্ষেত্রে এস.এস.সি রেজিস্ট্রেশন/সার্টিফিকেট প্রদান করতে হবে। প্রত্যেক খেলোয়াড়দের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট ও ৩ কপি স্টাম্প সাইজের ছবি খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরমে নির্দিষ্ট স্থানে লাগাতে হবে। উল্লেখিত তারিখ ও সময়ে বৃষ্টি হলে খেলোয়াড় বাছাই কার্যক্রম চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের পরিবর্তে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল জাতীয় টিম স্নুকারে ৮ম দিনের ফলাফল
পরবর্তী নিবন্ধচার সিনিয়রকে ছাড়াই এশিয়া কাপ হকিতে বাংলাদেশ