রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজের হলরুমে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সেলিম রেজা এবং অফিস সহকারী মো. আবদুল মান্নান পাটওয়ারীর অবসরজনীত কারণে তাদের আনুষ্ঠানিক এই সংবর্ধনা দেয়া হয়।

কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাক্তন উপাধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন, পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. সৌমিত্র বড়ুয়া, প্রাণীবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান রাজিয়া সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এন কে এম শাহারিয়ার, দর্শন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক সৈয়দ নাসিম উদ্দিন, বাঁশখালী আলাওল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেহানা বেগম।

বক্তব্য দেন কলেজের শিক্ষক আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, মোকতার হোসেন, মনোজিত কুমার ধর, . মর্তুজা মুর্শেদ আনোয়ার, হোমায়রা রওশন, নাসির উদ্দিন সিকদার, ইফতেখার হোসাইন, ইফতেখার আলম।

বিদায়ী অতিথিদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন শিক্ষক জিনাত জাহান, তাহমিনা ইয়াসমিন নূর, মোতাহের হোসেন। শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণের মাধ্যমে দেশকে দূষণমুক্ত ও সজীব রাখতে হবে
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বৃক্ষরোপণ কর্মসূচি