চান্দগাঁওয়ে জুবায়ের হত্যা মামলার আসামি রুবেল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেল (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল চান্দগাঁও এলাকার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে। র‌্যাব৭ জানিয়েছেন, হত্যার শিকার জুবায়ের উদ্দিন বাবু (২৬) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা ও সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানীতে কর্মরত ছিলেন। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। জুবায়ের উদ্দিন বাবু, স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করেন। স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে আবির রহমান রুবেল এবং তার অন্যান্য সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজনসহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এসময় জুবায়ের উদ্দিন বাবুসহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর জখম হয়। পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেল নগরীর কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দঁগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার ১ম সাধারণ সভা