যে গাড়ি বানান সেও কবিতা লিখে
যিনি চড়েন তিনিও
যিনি নিরক্ষর তিনিও কথা বলেন
যে বোবা তিনিও
যিনি এক চক্ষু তিনিও লিখেন
যে অন্ধ তিনিও
যে চোর সেও
যে ডাকাত সেও
যিনি ডাক্তার তিনি
ও পশু চিকিৎসক
তিনিও কবিতা লিখেন
(সবাই লিখেন।)
আবার তারাই বলেন
বুঝলাম না।
ফুলের গন্ধ
আতরের গন্ধ
ধুপের গন্ধ
পচা লাশের ও
গন্ধ বুঝেন।
যে নাক গন্ধ বুঝতে
পারে না সে কি..
নাকান্ধ..
কবিতার ব্যাবসায়ী
কবি কি
কবি কে
কবি কেনা, কে? না??
তুই তুমি আপনি
আমি সব্বাই।।
তবে শান্তি একটাই
কবিও নো বেল পান।