‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সমপ্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। খবর বাসসের।

নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান শিশুকিশোরদের বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশুকিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশুকিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতার বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরো ফলপ্রসূ হবে।

সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে থাকবে হাসিনার নাম : আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধএকাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : ফখরুল