রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড় ১২টার পর সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।
একটি কোচিং সেন্টারে ক্লাস করা দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইডিকার্ড নিয়ে ঝামেলা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, তিন দিন আগে উদ্ভাসের আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা থেকে বৃহস্পতিবারের সংঘর্ষের সূত্রপাত। খবর বিডিনিউজের। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তার মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষই পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিকি কিলোমিটার দূরত্বে ঢাকার এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। নানা তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাদের সংঘাতে জড়ানোর খবর সংবাদের শিরোনাম হয়। গত ১৮ মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘার্ষে অন্তত ৫০ জন আহত হন। তার আগে ২০ ফেব্রুয়ারি এবং ১৯ জানুয়ারিও সংঘর্ষ হয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, সংঘর্ষ শুরু হলে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তখন নিজেদের কলেজের সামনে চলে যায়। আর সিটি কলেজের শিক্ষার্থীরা চলে যায় তাদের এলাকায়। আমরা দুই কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব যেন তাদের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে থাকে। রাস্তাঘাটে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয়, আমরা কঠোর অবস্থানে আছি।