চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের চলমান আন্দোলনের বিরুদ্ধে এবার বিপরীতমুখী অবস্থান নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা। তারা গতকাল ২১ আগস্ট পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিকে অযোক্তিক উল্লেখ করে ভিসি বরাবরে স্মারক লিপি দিয়েছেন। স্মারকলিপিতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা স্মারকলিপি দেয়ার আগে নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, একই বিশ্ববিদ্যালয়ে প্রায় অভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ও মূলধারার দুটি পৃথক বিভাগের একই ধরনের ডিগ্রি থাকা কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। তারা মনে করেন পানিসম্পদ কৌশল শিক্ষার্থীদের এই ধরনের দাবি পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য শুধু হুমকি নয় বরং পুরকৌশল বিভাগের দীর্ঘদিনের একাডেমিক অনন্যতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে তুলবে।
পুরকৌশল শিক্ষার্থীরা অবশ্য পানিসম্পদ কৌশলের শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, আমরা চাই পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব একাডেমিক ও পেশাগতভাবে আরো বেশি সুযোগ সুবিধা পাক। তবে মূল প্রবাহিকার বাইরে গিয়ে পুরকৌশলের সমমান বা ক্ষেত্র বিশেষে আরো বিশেষায়িত ডিগ্রি দাবি করা সম্পূর্ণ অযোক্তিক। তাদের বর্তমান আন্দোলন প্রহসন ছাড়া আর কিছু নয়।
উল্লেখ্য, গত চার সপ্তাহ ধরে ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা। তারা বিভাগের বর্তমান নাম ও ডিগ্রির কারণে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন।