ভুয়া এনআইডি দিয়ে নানার সম্পত্তি আত্মসাতের চেষ্টা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

ভুয়া এনআইডি তৈরি করে আপন নানানানীকে বাবামা বানিয়ে মুক্তিযোদ্ধা নানার সম্পত্তি আত্মসাতের চেষ্টায় অভিযুক্ত মো. নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে পরোয়ানার প্রেক্ষিতে গত মঙ্গলবার পিবিআই তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করে। নাছির উপজেলার মেখল ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। নাছির নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা নাছিরের বিরুদ্ধে হাটহাজারী, নগরীর চকবাজার, কোতোয়ালী ও ফটিকছড়ি থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই এবং চুরির একাধিক মামলা রয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, গত বুধবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫ দেশের সফর বাতিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পণ্য কিনতে শিপইয়ার্ডে ব্যবসায়ী, ‘অসুস্থ’ হয়ে মৃত্যু