নগরীর জামালখান এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা ৪০টি বেশি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল চলা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
তিনি জানান, রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে চল্লিশের অধিক দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। একই সাথে রাস্তা দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।