বোয়ালখালীতে ওষুধের কোটায় ইয়াবা

তিনজনকে কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ৬:২৭ অপরাহ্ণ

বোয়ালখালীতে ওষুধের কোটায় পাওয়া গেল ইয়াবা। একই অভিযানে উদ্ধার করা হয়েছে চোলাই মদও। যা পরবর্তীতে সবার সামনে ধ্বংস করা হয়েছে।

বৃহষ্পতিবার (২১ আগস্ট) পৌরসভার ৭ নং ওয়ার্ড সংলগ্ন রাইখালী ও শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় শওকত ইসলাম জিকুকে ইয়াবাসহ, যীশু দে এবং সৈকত বিশ্বাস থেকে চোলাই মদসহ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, এসময় ওষুধের কোটা থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সেবন ও সংরক্ষণের কারণে সামাজিক শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে শওকত ইসলাম জিকুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, যীশু দে এবং সৈকত বিশ্বাসকে মদপানের দায়ে প্রত্যেককে ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত ইয়াবা ও চোলাই মদ সকলের সম্মুখে ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের
পরবর্তী নিবন্ধমিষ্টিমুখের মিষ্টি রাখা ছিল নোংরা পরিবেশে, জরিমানা লাখ টাকা