উখিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক র্য্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে উখিয়ার কোটবাজার ষ্টেশনে অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা রিদুয়ান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহীনুল কাদের লিমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল আমিন।

এর আগে উখিয়া উপজেলার ৪৫ টি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নানান রংয়ের পোষ্টার -ব্যানার নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।বক্তারা বলেছেন স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খলা সংগঠন। এ সংগঠনের মাধ্যমে ভাল করতে পারে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হব।

এছাড়া উপজেলা যুগ্ন আহ্বায়ক বৃন্দ,সকল ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক- আহ্বায়ক -সদস্য সচিব যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর আলম।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ১৯ হাজার শিশু নিহত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বিষপান করে প্রবাসীর স্ত্রীর মৃত্যু