‘আকা’ নামের সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা আফরান নিশো। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী মাসে মুক্তি পাবে নিশোর নূতন সিরিজ ‘আকা’। এখানে অভিনেতা জুটি বেঁধেছেন মাসুদা রহমান নাবিলার সাথে। হইচই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিকি জাহেদের পরিচালনায় ন্যায়–অন্যায়, প্রতিশোধ, রহস্য–রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে ‘আকা’।
ভিকি বলেন, আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকা’র মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রচারের পর আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব। খবর বিডিনিউজের।
নিশোকে নিয়ে ভিকির ‘পুনর্জন্ম সিরিজ’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। দর্শক এখনো দেখার অপেক্ষায় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন অব সিরিজ ‘রাফসান হক’। এর মধ্যেই নিশোকে নিয়ে ভিকি নতুন সিরিজের খবর দিলেন।
নিশোকে নিয়ে ভিকি বলেন, নিশো ভাইয়ের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি। তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসাথে কাজ করছি। উনার সাথে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেই সাথে নাবিলা আপুও খুব কো–অপারেটিং ছিলেন। সব মিলিয়ে ‘আকা’ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে। সাত পর্বের ‘আকা’ নিয়ে বেশ আশাবাদী বলে জানিয়েছেন নিশো। এছাড়া এই সিরিজ দিয়ে নাবিলার ওটিটি যাত্রা শুরু হতে চলেছে। নাবিলা বলেন, আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে। ‘আকার’ শুটিং হয়েছে ঢাকার মধ্যেই।