সিলেটে শুরু হলো টাইগারদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১২:০৩ অপরাহ্ণ

এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ একরকম দরজায় কড়া নাড়ছে। তবে তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা নিজেদের মাঠে। এই দুই মিশনকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুশীলনপর্ব সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী ৩০ আগস্ট। মাঝখানে মাত্র কয়েকটা দিন বাকি। আর সে সিরিজটি হবে সিলেটে। তাই টাইগার ক্রিকেটাররা এখন সিলেটে অবস্থান করছে। গত মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছেছে টাইগাররা। গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের অনুশীলন। যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। জাতীয় দলের এই ক্যাম্পে থাকছেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ আগস্ট দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি অনুশীলন ম্যাচ খেলবে। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে এই অনুশীলনে। পরবর্তীতে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা। আগামী ২৪ আগস্ট নেদারল্যান্ডস ক্রিকেট দল আসবে বাংলাদেশে। এরই মধ্যে গতকাল বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। আগামী ৩০ আগস্ট তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১ এবং ৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে এই সিরিজের জন্য আজ অথবা কালকের মধ্যে দল ঘোষণা করা হবে।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। এবারের আসরটি টিটোয়েন্টি ফরম্যাটের। ৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ১১ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশকে দুই কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। যেখানে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলংকা। গ্রুপ পর্বের অফর দলটি হচ্ছে হংকং। গ্রুপ পর্বের বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। কাজেই এশিয়া কাপের গ্রুপ পর্ব উতরাতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। তাই প্রস্তুতি পর্বটা বেশ ভালভাবেই সারতে চাচ্ছে টাইগার শিবির।

পূর্ববর্তী নিবন্ধভুটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধযারা ট্রল করে, তারা হতাশাগ্রস্ত মানুষ : দীঘি