নবীন মেলা আয়োজিত দু’দিনব্যাপী রাফি স্মৃতি উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টে গতকাল ২০ আগষ্ট সাফা আর্কেড কনভেনশন সেন্টারে শেষ হয়েছে। টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়রা হচ্ছে: বালক সাব জুনিয়র (একক) চ্যাম্পিয়ন–অনন্ত বিশ্বাস (কাফকো স্কুল এন্ড কলেজ), রানার আপ– ইয়াকিন ইরফান (কাফকো স্কুল এন্ড কলেজ), ৩য়– সৌমিক দে (কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়। (দ্বৈত) চ্যাম্পিয়ন– অনন্ত বিশ্বাস ও ইয়াকিন ইরফান (কাফকো স্কুল এন্ড কলেজ),রানার আপ সৌমিক দে (কদমমোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও অনুরাগ দেব (কলেজিয়েট স্কুল),৩য়– কৌশিক দে (কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও ফাইয়াজুল আলম (স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল)। বালিকা (একক) চ্যাম্পিয়ন– নাবিহা হাসান (কাফকো স্কুল এন্ড কলেজ), রানার আপ – তুর্ণা বণিক (কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, ৩য়– বিবি খাদিজা ( মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুল)। বালিকা (দ্বৈত) চ্যাম্পিয়ন – নাদিয়া সুলতানা ও নিশাত তাবাসসুম (মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুল), রানার আপ–বিবি খাদিজা ও সাবিকুন নাহার (মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুল), ৩য়– নাবিহা হাসান ও অনুসূয়া হুসাইন (কাফকো স্কুল এন্ড কলেজ)। বালক (একক) সিনিয়র চ্যাম্পিয়ন – সোহাস উদ্দিন সামিন(শাহ ওয়ালী উল্লাহ স্কুল), রানার আপ আফরাজ আলম ( মুসলিম হাই স্কুল),৩য়– নকীব জামান (কাফকো স্কুল এন্ড কলেজ)। বালক (দ্বৈত) সিনিয়র চ্যাম্পিয়ন – আফরাজ আলম (মুসলিম হাই স্কুল) ও সোহাস উদ্দীন সামিন (শাহ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউট), রানার আপ–বোরহান উদ্দীন (কদম মোবারক সিটি করপোরেশন বালক বিদ্যালয়) ও নাবিল হাসান(বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়), ৩য়– নকীব জামান ও অমলেন্দু বিশ্বাস (কাফকো স্কুল এন্ড কলেজ)। কলেজ/বিশ্ববিদ্যালয় (একক) চ্যাম্পিয়ন– তৌফিকুর রহমান তুষার (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়), রানার আপ –এস এম আবীর উল্লাহ (প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজ), ৩য়–শোভন চৌধুরী (সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ)। (দ্বৈত) চ্যাম্পিয়ন –তৌফিকুর রহমান তুষার ও মো. ওয়ালিদ (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়), রানার আপ –এস এম আবীর উল্লাহ ও মো. সাদিক রশীদ (প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজ), ৩য়–শোভন চৌধুরী (সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ) ও কনাদ চন্দ(ফুলকি)। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আান্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একুশে পদক প্রাপ্ত ব্যাক্তিত্ব ক্যাপ্টেন আজিজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও সাংবাদিক ওসমান গণি মনসুর, নবীন মেলার প্রাক্তন প্রেসিডেন্ট শফিকুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, স্থায়ী পরিষদ এর সদস্য ডা. তাসলিম চৌধুরী, কাফকো স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহীদুল হোসেন।