মীরসরাইয়ে পানিতে ডুবে মোহাম্মদ আবদুল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামে দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বাড়িয়াখালী গ্রামের আলী মিঝি বাড়ির আতিকুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় আবদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।











