কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সেনাবাহিনীর উদ্যোগ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে কৌশল্যঘোনা পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় দূর দূরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত বিনামূল্যের স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ারের তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। এই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করা আমাদের দায়িত্ব
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী খানকা শরীফে আখেরি চাহার শোম্বা পালিত