লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের কমিটি গঠিত

রুবেল চৌধুরী সভাপতি, জাবেদ সিদ্দিকী সম্পাদক

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের নিয়মিত ও বোর্ড সভা সম্প্রতি চিটাগাং ক্লাবে লায়ন সাদেকুর রহমানের সভাপতিত্বে ও লায়ন মো. শাহজাহানের সঞ্চায়নায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী সেবাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন রিজিয়ন চেয়ারপার্সন ও চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. আশিকুল আলম আশিক। লায়ন রুবেল চৌধুরীকে ক্লাব সভাপতি ও লায়ন জাবেদ সিদ্দিকী সানভীরকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে অন্যান্যরা হলেন, আইপিপি লায়ন সাদেকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন নিজামুল ইসলাম, লায়ন তানিয়া আক্তার, লায়ন নিলুফার শারমিন জেসি, লায়ন জিল্লুর রহমান রাসেল, লায়ন মো. মইনুদ্দিন আল হিমেল চৌধুরী, লায়ন আলআমিন মেহরাজ বাপ্পি, লায়ন মিরাজউদ্দিন চৌধুরী, ক্লাব ডিরেক্টর লায়ন কামাল উদ্দিন, লায়ন আবু জাফর, মো. ওমর ফারুক, লায়ন মো. ইমদাদুল ইসলাম চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, লায়ন ফেরদৌস খান, লায়ন অঘোর কুমার সিংহ (স্বপন), লায়ন জুয়েল মো. বিল্লাল, লায়ন মহিউদ্দিন চৌধুরী, লায়ন জিএম মানিক, লায়ন মো. সেলিম উদ্দীন, লায়ন মো. সোলায়মান, লায়ন মো. আব্দুল খালেক, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মো. আশিকুল আলম আশিক, সিনিয়র প্রেসিডেন্ট এডভাইজার লায়ন খাজা মো. শহীদুল করিম, লায়ন মো. আনোয়ার জাবেদ, প্রেসিডেন্ট এডভাইজার লায়ন মো. শাহজাহান, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লায়ন মো. শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লায়ন জেবুন নেসা, লায়ন মাহমুদুল হাসান জোনায়েদ, লায়ন রাশেদ উদ্দীন, ট্রেজারার লায়ন পার্থ নাথ পোদ্দার, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লায়ন সোমা বিশ্বাস, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লায়ন উম্মে ফাতেমা শেলী, লায়ন মাহফুজুর রহমান, লায়ন মো. ইমরান, লায়ন শাহিনুর মাহমুদ রিফাত, টেইল টুইস্টার লায়ন শেখ সাইমুন হাসান মাহমুদ, জয়েন্ট টেইল টুইস্টাার লায়ন ওয়াহিদা তাবাসসুম ঊষা, লায়ন মো. সাইফুল ইসলাম, টেমার লায়ন মো. আবিদ হোসেন, জয়েন্ট টেমার লায়ন রুহুল আমিন সাকিব, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন জিয়াউর রহমান, ক্লাব এলসিএফ কোঅডিনেটর লায়ন আকিব মো. আসিফুল আলম, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন ফারহানা হক, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন খোরশেদ আলম, এক্সিকিউটিভ মেম্বার লায়ন নাফিসা তাসনিমা, সোলাইমান কবির, উম্মে কাউসার এপি, লায়ন মো. তৌফিকুর রহমান সুমন, লায়ন তানভীর আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সরকারের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দু’জনের তিন মাসের কারাদণ্ড